Twitter Logo Change

Daboshire Rani
Aug 15, 2023

--

বদলে গেল টুইটারের লোগো।।
উড়ে গেল নীল পাখি; জুড়ে বসল ‘X’

টুইটারের লোগোতে এখন আর দেখা যাবেনা আগের সেই ব্লু বার্ড। ২০০৬ সালের ২১ মার্চ প্রতিষ্ঠিত এই টুইটারের লোগোতে এখন সেখানে শোভা পাচ্ছে এক্স। এর বর্তমান স্বত্ত্বাধিকারী Elon mask এক টুইটে লোগোটির ভিডিওচিত্র পিন করে রেখেছেন। কিছুদিন ধরেই এ নিয়ে তাকে তৎপরতা চালাতে দেখা যায়। গত 24 july তা প্রাতিষ্ঠানিকভাবে রূপ পায়।

--

--

Daboshire Rani
Daboshire Rani

Written by Daboshire Rani

Professional Digital Marketer || Google Ads || Facebook Ads || Wordpress Website Design Expert

No responses yet